জোড়া-নিম-গাছ-মাঠ
উত্তরে দশ হাত
এগুলে দেখিতে পাবে সেই পোড়োবাড়ি
যত হও কেউকেটা
সারা গায়ে দিয়ে কাঁটা
অজান্তে রূপকথা নগরে সওয়ারী

মন্দিরে হামবুড়ো তাড়া করে নিয়ে যায়
মেঘের ওপরে ছোটা ভাঙাচোরা রাস্তায়
পথেই হেলায় পরে লাল নীল জহরত
কুড়াও তা যতখুশি সামলে নানা বিপদ
ছোটা শুধু অবিরাম আরও জোরে ছোটা চাই
লাফাও সুযোগ বুঝে দেখিলে পাথর চাঁই
না না শুধু ছোটা নয় সামলে এ-জলাশয়
সাঁতরে পেরোতে হবে এছাড়া নেই উপায়
চিত আর ডুব সাঁতে যদিবা বিপদ যায়
লাফ দিয়ে ঢুকে পর সামনের দরজায়

জানালায় রাখো চোখ দেখিবে সে বড় মাঠ
নিমফল খাইতেছে বুড়ো থেকে কচি আট
সটান মারো হে লাফ ভাঙিয়া গরাদ তার
ছুট্ থেকে ছুটি পাও আজগুবি বয়রার!