ফুলটুসি মামনির আলো করে কোল
আসিবে বংশধর জানি সোরগোল
সারাটি বয়রা জুরে, খুশির হাওয়া
ব্যাস্ততা বাদশার ছাড়ি নাওয়া খাওয়া
ধামা ধামা জামফল ভীনদেশ থেকে
আসিল রিক্সা উড়ে ভবেরই নিরিখে
জাম খেলে কালো হবে কুস্টি বদন
বয়রায় কালো কালো লোকের কদর
মহিলার কালো রঙে বিয়ে হয় তারাতারি
ছেলে কিবা মেয়ে হোক কালোরই চাহিদা ভারি
সকল মনেরই সেই সাজো সাজো ঢঙে
আসিলে সে দিন এক বয়রারই সনে
তিনফুটি বাদশার তালঢেঙে বউ
প্রজন্ম তাহাদের আসে কেডা কেউ
মিসিমিসে কালো মুখে সদ্যোজাত
কন্যাটি মিস্টি সে মায়েরই মতো
বড় সুখে কেটে গিয়ে মাস ছয় আজ
সাজিছে কন্যে তার মুখেভাতি সাজ
মেঘের থালায় খাওয়া মহা ভুরি ভোজ
অভাব কিছুরই নাই দেদার খরচ
বিয়ে থেকে মুখেভাত সবই বড় অদ্ভুত
যদি নিজে নাই পার পাঠাও তোমার দূত
ছড়া প'ড়ে যদি ভাবো গুলতানি ভন্ড
দেখে যাক নিজ চোখে বয়রার কান্ড