হুঁকো মুখো হ্যাংলা রাজ করে বাংলায়
মুখে তার রোখ নেই শুনেছ?
যাকে যাহা খুশি কয় মাওবাদী বেশ্যায়
গুণীজনের আদরওতো দেখেছ!
কিন্তু সে গুণীজন তাঁহারই শ্রদ্ধাভাজন
ছিলেন তাঁহারই পাশে করিয়া আন্দোলন
কি এমন হলো কি? কাহার এ চালাকি?
খুঁজিতে ওষ্ঠাপ্রাণ হইলেন যাঁরা
ধর্ষিতা মহিলাটি খুন হন। পরিপাটি
বেবুশ্যা প্রমাণ করিলেন তাঁরা
হুঁকো মুখো হ্যাংলায় ভোট চায় বাংলায়
তারই তরে খুন ও বলাত্কার দেখেছ?
কেউ যদি কিছু কয় সি পি এম তকমায়
পুলিশী নোটিশ পায় দেখেছ!
এভাবেই ভোট আসে ভোট মেটে মে মাসে
মা, মাটির মানুষেরা নাজেহাল!
রেজাল্টি বেরোলেই রাজা সিটে বসিলেই
বুঝি তো কুমির আসে কাটিয়া খাল!!