তুমি আমার জীবনে শুধু একটা গল্প কিংবা কোনো এক উপন্যাসের অধ্যায় নও,তুমি আমার জীবনে পুরো একটা বই।যার প্রতিটি পৃষ্ঠায় আমি রয়েছি।

আজ ৭বছর পর ও আমি পড়ে যাচ্ছি প্রতিনিয়ত বইটি,কিন্তু এর কোনো শেষ নেই।
প্রতিটি পৃষ্ঠা জুড়ে তুমি আর আমি মিশে আছি।আর আছে,তোমার আমার অগোছালো দুষ্টু-মিষ্টি মাখা অনুভূতি,আর আমাদের অসম্পূর্ণ কথোপকথন!

প্রতি পৃষ্ঠায়ই আমি আভাস পেয়েছি তোমার এক চিলতে মুচকি হাসির,আর বইয়ের বুক জুড়ে আমার লেপ্টে থাকা।ঠিক যেমন ভাবে তুমি রয়েছো আমার হৃদ মাঝে আষ্টেপৃষ্টে!

তোমার চোখের গভীরতা,তোমার স্পর্শের উষ্ণতা,তোমার বুকের ব্যকুলতা,আর আমার আকুলতাই আমাদের চিরন্তন ভালবাসার প্রতিচ্ছবি।

আমি চাই,এভাবেই হাতে হাত রেখে আমাদের পথচলা হোক।
আমি চাই,এ সংখ্যা টা ৭ থেকে ৮ হোক,৮ থেকে ৮০ হোক।
বয়স আমার সত্তর হলে,তোমার হবে আশি।
সেদিন ও তোমাকে আমি বলে যাবো,ভীষণ ভালোবাসি!