ফানুসের আলোয় আলোকিত রাত,
আতসবাজির শব্দে, কারো কারো বুকে আঘাত।
চোখের কোণে জমে থাকে জল,
কতো প্রাণ কাঁদে, কে শোনে সে কান্নার রোল?
ফানুসের আলোয় জ্বলে যায় কত ঘর,
স্বপ্ন পুড়ে হয়,ধ্বংসস্তূপ প্রহর।
ফানুসের খেলায় লুটায় যে কতো প্রাণ,
ধোঁয়ায় ঢাকে আকাশ ও বিমান!
গাছে গাছেও চলে আতংকের ঢেউ,
পাখিরাও ভয়ে থাকে, সে খবর নেয় না কেউ!
বাতাসে মিশে যায় বারুদের ঘ্রাণ,
নিঃশ্বাসে ভরে উঠে বিষাক্ত প্রাণ।
নতুন বছরে চলো,শান্তির আশায় ডাকি আল্লাহকে,
তওবার নূর বয়ে যাক সবার হৃদয়রঙ্গে।
নির্লজ্জ-বেহায়াপনার রাতভর শেষ হোক নৃত্য,
গান-বাজনা,ফানুস ছেড়ে,পড়ো আল্লাহর রহমতের পত্র!