আমরা সেই প্রজন্ম_
যারা আবরার আর আলিফের রক্তে গড়া,
তোমাদের আঘাতে নত হবে না আমাদের মনোবল।
তোমরা ভাবো,শহীদেরা মরে যায়,
তাদের কণ্ঠ স্তব্ধ হয়ে যায় চিরতরে।
কিন্তু শোনো,তাদের প্রতিধ্বনি,
জেগে আছে আমাদের প্রতিটি হৃদয়ে।
তাদের রক্তে লাল হয় ধুলো,
তাদের ত্যাগে জাগে আমাদের প্রাণ।
তারা বেঁচে থাকে,প্রতিটি প্রতিজ্ঞায়,প্রতিটি প্রতিবাদে।
আমরা আবরার আর আলিফের উত্তরসূরি,
রক্তে লিখেছি প্রতিরোধের ইতিহাস।
তোমাদের বন্দুক, তোমাদের গুলি,
আমাদের স্পর্শ করতে পারলেও,
আমাদের মনোবল কে স্পর্শ করতে পারবেনা।
আমরা সেই অগ্নিস্ফুলিঙ্গ,
যা অন্যায়ের গৃহে ছড়িয়ে দেয় প্রলয়।
আমরা সেই তুফান,যা ন্যায়ের পতাকা তোলে দিগন্তজুড়ে।
আমরা সেই বজ্র,যা অন্যায়ের প্রাচীরে আঘাত হানে।
আমরা সেই ঢেউ,
যা সত্যের কূলে বয়ে আনে পরিবর্তনের জোয়ার।
আমরা আবরার এবং আলিফের উত্তরসূরি,
আমরা চূর্ণ করি অন্যায়ের শৃঙ্খল।
মনে রেখো,শহীদেরা কখনো মরে না,
তারা বেঁচে আছে আমাদের জীবিতদের চেতনাতে!