বাতাসে ভাসছে বোবা আর্তনাদ!
সেই আর্তনাদের ভাষা বোঝো কি তোমরা?
মা-মেয়ের বুক রক্তে রাঙিয়ে নীলপদ্ম ফুটেছে!
অপরাধ ঢেকেছে,সমাজের যন্ত্রণা!

গ্রাম-শহরের,অলিতে-গলিতে,
বৃষ্টিভেজা সন্ধ্যায়,অথবা কাঠফাটা রোদ মাখা দুপুরে!
ভেঙে যাচ্ছে স্বপ্ন, জ্বলে উঠছে অগ্নি,
নিষ্পাপ কন্যার হাসির দরজা  হয়েছে রুদ্ধ,
কপালে জুটেছে কলঙ্কের চিহ্ন!

ন্যায় কি শুধুই কাগজে-কলমে?
তবে,অপরাধীর চোখে ভয় নেই কেন,বলো?
বিচারের চেয়ারে বসে যারা,
তাদের চোখও কি তবে অন্ধ হলো?

বুকের ভিতর দাবানল জ্বলছে,
শব্দরা হচ্ছে ক্ষতবিক্ষত!
তবু নীরব-নিস্তব্ধ চারপাশ,
ভয়!
সম্মান হারানোর ভয়!
তা যেনো হয়ে না যায়,ছারখার!

কবে আসবে সেই রুদ্র দিন,
যেদিন শকুনের শাস্তি হবে?
কবে পৃথিবী কাঁপিয়ে বলবে সবাই,
ধর্ষকের ঠাঁই নাই,পৃথিবীর কোন কোণে!

তুমি কি শুনতে পাও না?
নির্যাতিতা মা-বোন দের নীরব চিৎকার?
তাদের কান্না,তাদের সম্মান,
কেনো ন্যায় বিচার পায়না,লাঞ্চিত হয় বারবার?

আর কত প্রাণ যাবে?
আর কতো হায়েনা লুটবে মা-বোনের সম্ভ্রম?
কতোবার রক্তাক্ত হবে বিবেক?
কতোকাল ঝুলবে ন্যায় ফাঁসির দড়ি হয়ে?

সম্মান যে গেছে,তা ফেরার নয়!
তাই বিচার চাই,দহন নয়!
নিরবতার গ্লানি ভেঙে,মানবতার হোক জয়!