জীবনের এই রোগগ্রস্ত নাট্যশালায়,
আমি একাই কেবল রোগী!
আর তুমি?
তুমি আমার নিরাময়,
তুমিই আমার ঔষধের নাম!
আমার শিরা উপশিরায় মিশে থাকা,
সুখ-দুঃখে মাখা কবিতা।