চোখের কোনে জমে থাকা পানি,
  ভাঙলো মোহের শেষ গাঁথুনি,
তারপর, মলিন হলো মেহফিল।
বাহির দিয়ে মুচকি হাসি,
   ভেতর জুড়ে বাজছে বাশি,
শোনা গেলো,শেষ ট্রেনের হুইসেল!