তারা আসে,প্রেমের শপথে,
বলে-তোমা বিনা, জীবন বৃথা!
তারপর নির্লিপ্ত এক বিভ্রান্তিতে,
দেখিয়ে দেয়_আমি মরে যাবো না,তুমি হীনা!