লাইলাতুলকদর,
হাজার মাসের চেয়ে শ্রেয়।
হে রব!
আজ তুমি করে নিও,আমায় প্রিয়!
পাপের আধারে মিশে আছে যতো রাজ,
তওবার দ্বার খুলে, করে দাও সব মাফ আজ!
হে আল্লাহ!
ক্ষমা করো তুমি,
তোমার নূরে রাঙিয়ে দিও,আমার হৃদয় ভূমি।
এই রাতের বরকতে প্রতিদিন আমায় রেখো,
তোমার রহমতের আবেশে চিরদিন ঢেকো।