তুমি কি জানো?
তোমার এক চিলতে মুচকি হাসি,
আমার কাছে প্যারাডক্সিক্যাল শক!
   একই সাথে অ্যাড্রিনালিন আর
সেরোটোনিনের লড়াই!
      এ হাসি আমায় বাঁচিয়ে রাখে
    আবার ধ্বংস করে দেয়,
আমার স্নায়ুর প্রতিটি শাখা-প্রশাখা!
তুমি মানেই বাচার সহজ থেরাপি,
        হৃদয়ে শীতলতা!
আবার তুমিই আমার মৃত্যুর ডাক!