সব অনুভূতি প্রকাশের শব্দ খুঁজে পাওয়া যায় না,
শব্দভান্ডারেও থাকে না তাদের ঠিকানা।
কখনো তারা ভাষাহীন কান্না হয়ে ঝরে,
কখনো বা স্তব্ধ নিঃশ্বাসে হারায় বহুদূরে।

মনের গহীনে চাপা পড়ে থাকে,
অলিখিত বেদনার দীর্ঘ স্মরণে।
বুকে জমে থাকা আর্তনাদগুলো,
রাতের আঁধারে হারায় নিভৃতে মনে।

কেউ বোঝে না সেই বোবা ভাষা,
কেউ সেই নীরবতাকেও করে না পাঠ।
কেউ কেউ দেখেও ফিরিয়ে নেয় মুখ,
আবার কেউ দেখেও, দেখে না অশ্রুর প্রপাত।

এই অনুভূতির কোনো প্রান্ত নেই,
তার যাত্রা অন্তহীন।
শব্দহীন দুঃখেরা বুকের গহীনে,
স্মৃতি হয়ে জাগায় শিহরন,বেদনাময় দিন।