আমি যে আঁধারে পথ খুঁজি,
তুমিই সে আলো মোর প্রভাতে,
আমি সুখ খুজি তোমায় ঘিরে,
তুমি অন্যের দাওয়া,দুঃখ পুষো গোপন রাতে।