ফুল'তো বরাবরই ফুটে,
কিন্তু আমি বলবো–
তোমার সূচনালগ্নে যে ফুল ফোটে;
তা যেন শুধু আমারই ভাগ্যে জোটে।
তুমি'তো আর, আর পাঁচটা ফুল নও!
সুন্দর, সুহাসিনী, পুষ্পাঞ্জলি তুমি!
তোমারি সুবাসে মুখরিত আমি।
নয়া দিগন্তে উদিত তুমি, চাঁদ গগন;
নিশীথিনী আলোয় অনুষ্ণ, দক্ষিণা পবন।
সেই নিশীথিনীতে,
একটু সময় পেলে চাঁদের সাথে গল্প করিও।