শরৎ এলো, আকাশ জুড়ে;
সাদা মেঘের খেলা,
কাশের বনে ঢেউ তুলেছে
শান্তির সুখের মেলা।
কাশের শুভ্র তুলোর মতন
দুলছে নরম হাওয়ায়,
প্রকৃতির এই সাজ দেখে
মন যে ভেসে যায়।
নীল আকাশে মেঘের ভেলা,
সোনার রোদে ঝলমলে বেলা।
কাশের বনে ঝিরি ঝিরি,
শরৎ হাওয়ায় নাচে ফেরি।
সবুজ মাঠের প্রান্তর জুড়ে
শুভ্রতার রাশি,
শরতের এই কাশফুলে'তে—
জীবন ভালোবাসি।
প্রকৃতির রূপমাধুরী
মুগ্ধ করে মন,
পথ সাজানো কাশফুলেরা
ডাকছে সারাক্ষণ।