নীরবতার মাঝে লুকানো কথাগুলো,
মন যেন বলতে চায়, তবু বলা হয় না।
দুঃখের সাগরে ভেসে যাওয়া স্বপ্নগুলো,
বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আর ফেরা হয় না।
হৃদয় বলে, "আছি," তবু কাঁদে নীরবে,
সময়ের ঢেউয়ে মিলিয়ে যায় সব আশা।
আলো খুঁজে বেড়ায় আঁধারের পথে,
জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যহীন কোণঠাসা।
যে ফুল ফোটে না, সেই ফুলের মতো,
ম্লান হয়ে যায় দিনের রঙিন আলো।
অপেক্ষায় আছি কোন এক আশার,
কিন্তু জানি, আর ফিরবে না সেই কালো।
বাতাসে ভেসে যায় কষ্টের গল্প,
নিশ্চুপ আকাশ শুনে যায় তা একা।
কোনো একদিন হয়তো মিলবে মুক্তি,
তবু আজও তাড়িয়ে বেড়ায় বিষাদের রেখা।