আমি পুরুষ
আমি এক দিক বিজয়ী পাহাড়ের নাম।
আমি শুধুই আমার কথা বলি,
শুধুই আমার প্রতারণা,
আমার যন্ত্রনা,
আমার অবহেলা,
প্রত্যাক্ষিত হওয়া
কিংবা বঞ্চনার কথা!
আমি শুধুই আমার কথা বলি,
আমি শুধুই আমার পথে চলি।

ওরা ভুলে গেছে আমরাও যে মানুষ,
পুরুষও স্বপ্ন দেখে, ভালোবাসে।
পুরুষ কাঁদতে পারে না, তাই –
পাছে লোকে দুর্বল ভাবে।

আচ্ছা পুরুষ মানুষের কি কষ্ট হয় না!
      ভালোবাসার জন্য,
              পরিবারের জন্য,
নিজের স্বপ্ন পূরণ না করেও,
অন্যের জন্য মুখ বুঝে সহ্য করে।

কেউ অপবাদ দিলে—
বুক ফাটলেও মুখ না ফুটিয়ে,
নীরবে সব মেনে নেয়।
পুরুষ মানুষেরও একটা সুপ্ত বাসনা থাকে।
ইচ্ছে, আকাঙ্ক্ষা, অপূর্ণতা নিঃসঙ্গতা–
আঁকড়ে ধরে বেঁচে থাকতে পারে।

কিন্তু—
কেউ অধিকার সম হওয়ার কথা চিন্তা না করে
কোমলতার অজুহাতে দূরে সরে যায়।