কেউ সাথে না থাকুক, তবু আমি একা নই,
অভিমানের আঁধারে ডুবেও হারাই না কোথাও,
সব হারিয়েও মনের কোনে জ্বলে আলোর প্রদীপ,
কারণ আমি জানি, আমার আল্লাহ আছেন।
যখন হাত বাড়িয়ে খুঁজেছি আপনজন,
সবাই ফিরে গেছে, দেখিয়েছে পিঠ,
তখনও আশার প্রদীপ জ্বলে উঠেছে,
কারণ আমি জানি, আমার আল্লাহ আছেন।
মানুষ দূরে সরে যায়, ভুলে যায় আমায়,
স্বার্থের দুনিয়ায় সবকিছুই যেন মিছে,
আমার আল্লাহ আছেন, সবকিছু দেখেন।
তিনি জানেন মনের যত কষ্ট,
কথার আঘাতে ক্ষত-বিক্ষত মন,
ভাঙা স্বপ্নের ধ্বংসাবশেষে দাঁড়িয়ে,
তবু আমার হৃদয় শান্ত থাকে,
কারণ আল্লাহর ভালোবাসা অন্তহীন।
পৃথিবীর মায়া, সম্পর্কের জটিলতা,
যে কেউ ছেড়ে যাক, ভুল বুঝুক আমায়,
তবু আমি এক মুহূর্তও ভেঙে পড়ি না,
আমি জানি, আমার আল্লাহ আছেন।
যখন রাত নামে নক্ষত্রহীন আকাশে,
মনে হয় পৃথিবীটা বড়ই একা,
তখন হৃদয়ে ভেসে আসে তাঁর ডাক,
‘তুমি একা নও, আমি তো আছি।’
মানুষের ভালোবাসা ক্ষণস্থায়ী,
তাদের মায়া মিশে থাকে স্বার্থের ছায়ায়,
কিন্তু আল্লাহর স্নেহ শাশ্বত,
তাঁর কাছে আমি সুরক্ষিত, শান্ত।
কেউ ভালো না বাসুক, তাতে কী আসে যায়?
আমি জানি, আমার আল্লাহ আছেন,
তিনি ভালোবাসেন নিঃস্বার্থভাবে,
এই বিশ্বাসেই বেঁচে আছি, থাকব চিরকাল।