বছর ঘুরে এলো রে মাহে রমজান,
মুমিনের'ই হৃদয়েতে খুশীর গুঞ্জগান!
প্রভুর দরবারেতে প্রার্থনা করি,
বরকতের মাসে'তে ভাই হৃদয় পূর্ণ করি।
আহা! জুড়ায় আমাদের আনন্দ প্রতীক্ষার পুরি।

সেহরী খেতে উঠব মোরা মুমিন-মুসলমান,
ইফতার করিবো আর করাবো ভাই; মুমিন জুড়াবে প্রাণ।
দুনিয়া একটি বিলাস জাতি,
মাহে রমজানে হয় তার সুধার মুক্তি।
সেহরীর পর মধ্যরাতে সুমধুর ইবাদত,
পানাহার ছেড়ে, ফজর পড়ে
কুরআন করিবো তিলাওয়াত।

সকাল বেলা সূর্য উঠে পূবগগনে হাসে,
না খেয়ে থাকা মুসলমানরা দিব্যি তাতে ফাঁসে!
ওরে আয় ছুটে আয় পাপী-তাপী,
এবার যে হবে তোর সব গুনাহের মাফি।
রমজানেতে সকল পাপ করিবো মোচন,
মেনে চলবো রে ভাই প্রভুর বচন।

হিংসা বিদ্বেষ ভুলে, তাকওয়ার গুনে
পাঁচ ওয়াক্ত নামাজ পারবো,
করবো গরীবে দান;
প্রভুর শ্রেষ্ঠ সুযোগ
পালন করবো অফুরান।

ত্রিশ ধাঁচের মঞ্জরিতে—
দূর হোক উদ্ভট ব্যভিচার।
তারাবির মোনাজাতে—
ভুলে যাই সকল অনাচার।

মাহে রমজান কঠিন প্রান,
মুমিনের'ই বাড়ায় ঈমান।
তাই স্বার্থক মুমিনে ধ্বনিত হয়—
"আহলান সাহলান মাহে রামাদান‌।"
সৃষ্টি জগতের সবকিছু ভুলে,
প্রভুর সান্নিধ্য চাই বিচারিক হাশরে‌!
জান্নাত যেন পাই প্রভু জান্নাত যেন পাই।