কালজল মন্থনধাপ।
নির্জলা অভিমানী কায়া,
পরাজিত অশ্রুবিলাপ-
গাঙ-দ্বীপ দেয়াসিনী মায়া।
নাল-ফুল মণিত বিলোল-
সম্মোহ দ্বিধাতুক নূর।
পড়ে থাকে কাঙালিনী খোল-
আর কিছু রাত নেভা সুর।
খেলাঘর স্বপ্নের দ্বার।
বিমোহিত পরজের নীর-
রাজরূপ যাম মূলাধার,
স্বরলিপি শবাধারে স্থির।
চন্দ্রক বৃশ্চিক হয়।
মনচ্যূত কালবেলা তুল,
বিধিলিপি কৃপাণতনয়,
তিনমোহ শাব্দিক ভুল।
বিধুনন জীবনের খাত।
দহনের ছাই জাগরুক-
স্রষ্টার অশুভ আঁতাত...
দীপসাঁঝ বেদনায় মূক।