রাতগুলো সব একরকম
কখনও চাঁদ কখনও আঁধার!
তারাগুলো লুকোচুরি খেলে
দু'রকমের আকাশ জুড়ে।
কেউ অঘোরে ঘুমোয় কেউ না ঘুমে
স্বপ্নের আবেশে বালিশ জড়ায় কেউ,
রাত তার মত বাড়ে ফিকে হয়
শেষ রাতের অ্যালার্ম ঘড়ির সাথে।
আড়মোড়া ভেঙে ঘুম চোখে বাড়াই
হাত চায়ের কাপ নাগালে পেতে
কেউ ঘাম ঝরিয়ে প্রভাতী ভ্রমণ শেষে
অংক কষে ফেরে রোজনামচায়।
এভাবেই ফেরে রাত ক্লান্ত দিবাবসানে
একরকম লাগে কারও কেউ দেখে
অন্য চোখে নেশাতুর আবেশে
রাত থাকে তার মতো সাতপাঁচ না ভেবে।