তেমন কোনোও রাত ছিল না, কথার মতো।
যেমন ভাবে খুব ধুলো হয় গোপন ক্ষত
শ্রাবণ দিনে
মনজমিনে
তেমন ছিল মেঘের দুয়ার, কী উদ্ধত!
কী উদ্ধত চমকপ্রহর, প্রেমের গহন
ভাঙার ঘরে অসহ্য খুব জোনাক-সহন
সর্বনাশা
মন্দবাসা
শব্দ খোঁজে জলের গায়ে, স্বপ্ন দহন।
দহন দানে বইছে যারা পরস্পরে
একটা দু'টো অন্ধ পাখি দারুণ জ্বরে
কান্না আঁকে
আঙুল ফাঁকে
প্রান্ত নিঝুম, নুপূর বাঁধন আঁকড়ে ধরে..
আঁকড়ে ধরে মফস্বলের জামার কোনা
প্রতিজ্ঞা ভুল। গালের দু'পাশ ভীষণ নোনা
জটিল মনে
সম্বোধনে
ভালোবাসার দিব্যি, কোনোও দোষ ছিল না।