এভাবে ভাবিনি কখনোও। শুধু লিখি প্রিয়জন কথা -
তোমার গভীরে থাকে নিশিডাক, মৃতদেহ। ভুল–
ধর্ম শুধু চিনেছে আমাকে ভাঙনে, অন্যথা
ফিরবে না তোমার তুমি, ভূমি একচুল।
এই দ্যাখো সত্যের শাড়ি, লালে লাল মিশে গেছে বুঝি,
বুলেট বিঁধেছে বুকে, ক্ষত দেখে আলোচনা জারি,
কী বলবে একে? পরোয়ানা? তবে বলো সোজাসুজি
এসব কিছুই নয়। আমরাই বদলাতে পারি।
মিথ্যা পরম জেনো, আহা, এসো মেখে নিই কালো।
কিম্বা ধর্ম ডেকেছ যাকে, ধারণের চে' সেও বড় হলে
এইবেলা তার কাছে মাথা নত করে ফেলা ভালো..
আমাদের কিছু নেই, কিছু নেই শিরদাঁড়া বলে।
কিছু নেই জানা কথা। তবু রোজ প্রতিবাদে এ পা।
কিছু নেই জানা কথা। রোজ রোজ প্রতিবাদ ভাসে।
তোমাদের ঘুম ভাঙে? ঘুমেদের আড় ভাঙে না,
স্বপ্নেরা খুন হয়। ভাতের থালায় রোজ দেশ নিভে আসে।
কী হবে এসব বলে, কাল ফের শ্বাপদের শ্বাস,
প্রতিবাদে আগুন আছে? আছে দ্যাখো দারুণ পাহারা,
এই যে ধর্মের পাশে শুয়ে থাকে নিহত পলাশ,
মৃত্যু তেমন কিছু নয়, ঐ একটু মরে যাওয়া ছাড়া।