সাজা রাজা
যতক্ষণ আপনি রাজা সেজে থাকছেন,
ততক্ষণ সম্মান, ঐশ্বর্য, উপঢৌকন,আপনি পাবেনই পাবেন!
একেবারে হান্ড্রেড নয় টু হান্ড্রেড পারসেণ্ট গ্যারান্টি।
সে যেভাবেই হোক, কেউ তাঁবেদার হলে তার কাছে পাবেন,
কেউ চাটুকার হলে তার কাছেও পাবেন,
আবার যেহেতু আপনি অসীম ক্ষমতা দেখাতে পারেন-
ধমকে চমকে জোরপূর্বক আদায় করেও নিতে পারবেন।
আর যদি বুঝে ফেলন যে আপনাকে কেউ অতিক্রম করছে না;
এবং আপনার সিংহাসন থেকে পতনের কোন ভয় নেই,
আপনার জয়ধ্বনির ধ্বনিতে বেশ জোর আছে!
মানে সবাইকে বেশ বাধ্য মনে হচ্ছে,তবে তো কথাই নেই-
প্রচেষ্টা ছাড়াই এমনি এমনি সব পাবেন-
এমনকি আপনার প্রত্যাশার বাইরেও পেতে পারেন।
অবশ্য আপনার বোঝাটার মধ্যে ভুল যদি না থাকে,
শুধু দুটো একটা শর্ত খেয়াল রাখলেই হবে-
মেকাপটা যাতে কোন বেয়াড়া বৃষ্টির জলে না ধুয়ে যায়;
আর ভুল করে হুক্কা হুয়া না বলে ফেলেন।
অবশ্য এসবের বাইরে কিছু মানুষ থেকেই যাবে-
তারা আপনাকে রাজা বলে কোন কালেই মানবেনা;
কেন কি যে আপনি রাজা নন, রাজা সেজেছেন মাত্র।
তাই তো আপনাকে ঘেঁটে চটকে সব আদায় করতে হয়-
প্রকৃত রাজা ওসব স্বপ্ন দেখে না যে কোন কালে।
সকল প্রজার মুখে দেখে হাসি শাসন যেথা বড় বেমানান;
প্রজা সুখে সুখী এমন রাজা কদাচিৎ দেখা মেলে।
বাকি সব যত রাজা সেজে আছে স্বভাবে তারা বড় গোলমেলে।