যদি আবার কোনদিন আসি ফিরে,
বৃষ্টি ভেজা লালমাটি সোঁদা গন্ধ পথে-
সেদিন বাকিটুকু বোলো; মেঘভাঙ্গা রোদ্দুর ঠোঁটে!
যদি আবারো আসি ফিরে কোন এক বৈশাখী ঝড়ে,
হাঁটি দহন দিনের শেষে কুয়াশায় ঢাকা আলপথে,
পাকা ধান শিষে;নবান্নের নিমন্ত্রণে-
সেদিন বাকিটুকু দিয়ো আমার ঝুলি ভরে!
যদি আসি ফিরে শ্রাবণের সবুজ ক্ষেতে,
কলমীর পাতা ঘেরা ডাহুক বাসায়-
সেদিন আসন পেত;হিজলের রাতের শাখায়!
বুনোহাঁস ডানা ছুঁয়ে যদি আসি ফিরে,
বানভাসি কোন উজান গাঙের স্রোতে-
সেদিন নিও ডেকে রুপোলী জ্যোৎস্না ভেলায়;
রেখো ধরে অকৃপণ আলিঙ্গনে,আকাশের নীলের মত-
যেভাবে লুকোয় সন্ধ্যা আলো,বকের পাখায়!
যা কিছু চেয়েছ দিতে,যা কিছু রয়েছে বাকি,
নাহয় রেখো সংগোপনে; সাজিয়ে তোমার
ঝিনুক শরীর মাঝে-গোপন কুটীর কোনে
ঠিক নেবো, নেবো সব ফেরার এ পথে!
যদি না ফিরি সকালের পৃথিবীর মত-
না যদি ফিরি রাতের তারার মত-
ফিরে আসবোই জেনো তোমার গভীর শ্বাসে;
আমার না ফেরার দেশ হতে,মৃত্যুরও পরে।