কে তুমি জীবন্ত আগ্নেয়গিরি!
পৃথিবীর বুকে বিছিয়ে দিয়েছ-
বিস্মৃত কালের জ্যামিতি সূত্র,
আমার অন্তহীন পথের ধুলোয়,
কেন এঁকে যাও মায়াবী মরীচিকা!
যে পায়ের ছাপ খুঁজে ফিরি,
নীল দৃষ্টির অন্তরালে-
যেখানে উজাড় প্রেম,
কান পেতে অধীর প্রতীক্ষায়,
সেখানে কেন জমিয়ে তোল-
ঈশানের ঘনঘোর কালো মেঘ।
ওই বুঝি ডেকে গেল প্রিয়তমা!
কেন ঝঞ্ঝা,কেন প্রলয় আনো দুর্নিবার,
কেন বধির করে তোলো বারে বার,
বহুকাল কান পেতে আছি-
ওই শোনা গেল বুঝি তার আহ্বান,
তুমি ক্ষণিক দাঁড়াও সরে
আমার এপথ হতে!
মৃত্যুদূতের মতো দিয়োনা করে সব শেষ,
হারিয়ে দিয়োনা আমায় মৃত্যুর মতো।