মেরুদণ্ড জুড়ে যেন চীনের পাঁচিল;
পিঠের উপর স্থির মধ্যাহ্ন-
পাকস্থলীর বিদ্রোহে শুধু বুদবুদ বাষ্প,
মৃত্যু মিছিলে সামিল ভ্রূণ সদস্যও-
এবার থামো মানুষ, জন্ম নিতে নিতে-
জন্ম দিতে দিতে তুমি পরিশ্রান্ত!
দেখ কোথাও নেই কোন জীবন চিহ্ন তোমার,
কিলবিলিয়ে ছুটছ শুধু মৃত্যুপানে-
গাদাগুচ্ছের রক্ত মাংস স্রোত অবিরত;
কাজহীন,কারণহীন,ছাপহীন শুধু এক প্রবাহ;
এ যে যুক্তিহীন যাত্রা, অর্থহীন সংগ্রাম;
একবার সাদা পতাকা উড়িয়ে থামো ক্ষণিক!
এ মাটি কিছুকাল থাকুক না হয় বন্ধ্যা,
ধুয়ে মুছে সাফ হয়ে যাক শ্মশান কবর-
শুদ্ধ মাটির বুকে এরপর আসুক নাহয়,
নবীন বসন্ত।
নিষিদ্ধ ফলের বৃক্ষ তখন না হয়-
মেলুক ডালপালা,সাজুক ফুলে ফলে!