মাটির বুকে দাগ টেনে টেনে কারা যেন,
ভাগ করে দিল সব চুপিসারে;
আকাশেরও গায়ে যেন নৃশংস সীমান্ত,
তারপর হতে তুমি ওপার আমি এপার;
ইছামতির বুকে আজো যেন আসে ভেসে-
মৃত ইচ্ছের রক্ত মাখানো শব!
কেউ আসেনি তখনো, এখনো নেই কেউ,
সে দাগ মুছে দিতে কেউ নেই কোথাও-
তুমি কেমন আছো নাফিসা?
কেমন আছে বেঁচে আমার ভিটে-মাটি,
আমাদের সেই ঠাকুর দালান!
এখনো সবাই সেখানে খেলতে আসে?
গদাই,মিরজান, তিতলি, মেহের, কেষ্টা, নাসির-
ওরা কে কেমন আছে?
তুমি কি এখনো খোঁজ আমায়!
যেমন খুঁজে যেতে অবিভক্ত মাটির বুকে।
ইছামতির স্রোতে ভাসিয়ে দিয়ো খবর,
আমি যে এখনো দাঁড়িয়ে মোহনার ধারে।