যদি ফিরে পাই গাঙ চিল চর-
ঝাউয়ের পাতা ঘেরা ছোটো কুঁড়ে ঘর;
চখা-চখি ডাকাডাকি যদি ছোটে কেউ-  
নীল বুক ফেন্ রাশি ছুটে আসে ঢেউ;
দোয়েলের শিষ মাখা নিরালা দুপুর-  
হয়তো ফিরবো তোমার কাছে গেয়ে ভাটি সুর!  

যদি পাই ফিরে ঝরা শিউলি,হিমেল সকাল-
নুয়ে পড়া ধান শিষ পিঠে পাকা তাল;  
ঝিঙে ফুল ছুঁয়ে ওড়া ফড়িং ডানা-
কলমির পাতা ঘেরা ডাহুকের ছানা;  
হরিয়াল ঠোঁট ডোবা খেজুরের রসে-
হয়তো ফিরবো উঠোনে তোমার শালিখের বেশে!  

যদি ফিরে পাই মাঠঘাট কানাকানি বৃষ্টি শ্রাবণ-
জানালার রাখা চোখ ভেজা ভেজা মন;
নৌকোর সাদা পাল হাল দাঁড় ছপাছপ-  
দিন শেষে ডানা মেলে পাখি ঝাঁকে ফেরে সব;
বকপাখা আলোমাখা উদাসী বাউল গান-
হয়তো ফিরবো তখন ভুলে, সব অভিমান;
ঠিক ফিরে আসবো জেনো-
ভুলে যত অভিমান!