কোন কিছুই আর আগের মতো নেই-
তুমিও নেই হয়তো আমিও;
সময়ের বুকে পা ফেলে ফেলে
পূর্ণচ্ছেদের দিকে শুধু এগিয়ে যাওয়া,
শুধু খোল’স ছেড়ে ছেড়ে নতুন শরীর হয়ে ওঠা;
তবু বিশ্বাস পালে লাগে হাওয়া,
আকাশের চোখে চোখ রেখে খুঁজি শুকতারা,
বন্ধু-
তুমি এপারে থাকো কিংবা ওপারের ঘাটে-
ডেকে নিও সেই আগের মতো,
আমার নৌকো এখনো যে আছে ভেসে,
ইছামতির স্রোতে।