জীবনের পথে চলেছি সবাই
চলার পথে ঠাই যেন পাই
প্রবাহের মত জীবনের ধারা
নুড়ি পাথর আর কাঁকরে ভরা
যেন, তারই মাঝে মোরা গতিময় হয়ে মোহনায় স্থান পাই।
উৎস থেকে মোহনার মাঝে
নানা বাঁক আর ব-দ্বীপের সাজে
তটিনীর এই প্রবাহিত ধারা সাগরে মিলতে চায়।
এ পথের মাঝে সহস্ত্র বাধায়, চুরমার করে নিজেকে সাজায়
জীবন পথও তরঙ্গের মত একই ধারায় বয়।
বাধা বন্ধের বাঁধন ছিঁড়ে
ভালোবাসার পাখায় ফিরে
ঝলমলে এক স্বপ্ন মেলে উড়ে যেতে চায়,
এভাবেই জীবন তরিটি যেন তীরে পৌঁছে যায়।