সারাটি দিনের মাঝে কাজের অবকাশে
তুমি থেকে ছিলে পাশে
ঊষার আলোকে আধবোজা কচি পল্লবের মতো -
সুপ্রভাতের সুর শুনিয়েছো অবিরত।
প্রহরে প্রহরে বাজিয়েছ ধ্বনি,
সে ধ্বনির সুর আজও আমি চিনি।
কিছু না বলা কথা থেকে গেল মাঝে,
অন্তরে অন্তরে তাই যেন বাজে।
এই আনমনা মন যেন চঞ্চল হয়
চুপি চুপি বসে যেন আবেশে জড়ায়
ছোট ছোট ভালোলাগা রয়ে গেল মনে
বিস্মৃতির মাঝে গড়া স্মৃতির অঙ্গনে।
ভুবন ভরিয়ে তুলো তোমার হাসিতে
শ্রাবণের ধারার মতো ঝরে পড়ুক পরতে পরতে।