রঙ্গন তুই তোর মত সেজে
বাহারের মাঝে কে তোরে বোঝে
গন্ধবিহীন দীপ্ত আবেশে
অবিরত তোর নিবিড় প্রয়াসে
মেতেছে যখন ফাগুন বাহার
পলাশের পানে চাই বারে বার
অকপটে তোর মুখপানে চেয়ে
ভ্রমর বোঝে সে ব্যথা
তাই খোঁজে তোরে
হৃদয়ের পাখা মেলে দিয়ে বলে
ভালোবাসি তোরে অনুপমা বলে
সাধের অঙ্গনে কলির বাহার
ক্লান্ত দুপুরে তুই যে আমার
গোধূলি আকাশে তারা ফোটা কালে
জ্যোৎস্না মাখানো ফাগুনের দোলে
শিশির ছেটানো স্ফটিকের কোনে
প্রভাত রবির স্নিগ্ধ কিরণে
আবিরে রাঙিয়ে অরূপের মাঝে
দক্ষিণ দুয়ারে বধূয়ার সাজে
পরাগের ছোঁয়া পাখাতে রাঙিয়ে
গুনগুন গানে গুঞ্জন প্রেমে
ভালোবাসা থাক ভরসার কাছে
বিশ্বাসের কাছে ভাব জমা আছে
লহরীর পর লহরী ভাসাবো
ভালোবেসে আমি নিজেরে হারাবো।