মেঘেদের আজ খুশি খুশি মন
চন্দ্র সূর্যের মহা আয়োজন -
মেঘমালা রূপে ঢেকে দেওয়া যায়
আজকের এই গোপন খেলায়
চারিদিকে মোরা সাজো সাজো রবে
বর্ষায় ধরা সিক্ত হবে
গ্রাসের খেলা চাই নাতো আর
সাজিয়ে তুলেছি মেঘের পসার
রবি-চন্দ্রের আগ্রাসী খেলা তাইতো করেছি সাঙ্গ।
আমি যুগ যুগ ধরে ঋতুর চক্রে শান্ত করেছি বঙ্গ
আমিই দিয়েছি বাঁচার রসদ,
আমিই দিয়েছি জল,
আমারি চাওয়ায় সিক্ত হয়েছে -
এই অপরূপ ধরাতল।