দুপুরে রোদের তীব্র আঁচে,
মাঠখানার ধুলো যেন নাচে।
বাইরে মানুষ ঘরে ফেরে,
তাপের তীব্রতা আঁধারে ঘেরে।
আমি বসে জানালার পাশে,
হাওয়ার স্পর্শে মুগ্ধ হাসে।
বাইরের রোদে আগুন ঝরে,
কিন্তু বাতাস শান্ত করে।
গরমে ক্লান্ত গাছের ডালে,
নীরব পাখি, চোখে ঢালে।
এমন দিনে জানালার পাশে,
হাওয়ার মিষ্টি ছোঁয়ায় ভাসে।
মনে হয় যেন ঝড়ের পরে,
এই শান্তি শুধু আমার ঘরে।
দুপুরের ঠাণ্ডা ছোঁয়ার ভাসে,
রোদে গরম, হাওয়ার পাশে।