শহরের পথে চলেছি আমি,
পিছনে রেখে গ্রামের স্নিগ্ধ জমি।
শহরে বড়লোক, টাকার ঘরে,
তাদের স্বপ্ন পূরণ মসৃণ তরে।
আমার চোখে স্বপ্ন শুধু,
আমার মলত গ্রামের মাটি খুঁড়বো।
গ্রামকে নতুন করে সাজাবো,
সবুজ মাঠে আলো জ্বালাবো।
শহরের মতো বড়ো ভবন চাই না,
গ্রামের ঘ্রাণে হারিয়ে যাই।
স্বপ্নের বীজ বুনে দিবো,
আমার মলত গ্রামকেই গড়বো।
গ্রামের পথে পড়ে গেছে আশা,
আমার হৃদয়ে সেই গ্রামের ভাষা।
শহরে এসেছি শিখতে শুধু,
একদিন ফিরবো, গ্রামকে সাজাবো।