তুমি আমার না হলে মরে যেয়ো পঁচে যেয়ো
প্লিজ অন্য কারো না হইয়ো
আমার প্রার্থানা জুড়ে ব্যাকুল সুরে আকুল চোখে
তোমাকে চাই বিধার কাছে।
আমার না হলে তুমি পাখি হয়ে উড়ে যাও
দূর কোন বনে অথবা
হিমালয়ের সুউচ্চ কোন বিন্দু হয়ে
যেথায় নেই কোন পুরুষের নিশ্বাস।
তোমার কন্ঠ নিস্তব্ধ হয়ে যাক
যদি আমার ঘুম না ভাঙে
তোমায় শোনে রোজ সকালে।
তুমি বরং মরে যাও নয়তো পঁচে যাও
অথবা আমার হও।