প্রিয়তমা 
তোমার জন্য লিখবো আমি নীল
কিংবা বা জলপাই রঙা কবিতা।

আমার কবিতা গুলো তোমার শাড়ি হবে
ছন্দ গুলো রিনিঝিনি সুরে 
তোমার হাতের চুড়ি হবে।

চুপটি করে হাতটি ধরে চোখে চোখ রেখে
কোন এক জোছনায় লেপ্টে রবো 
তোমার গায়ে, লাল পেড়ে শাড়ী হয়ে।

শব্দের সাথে শব্দ জুড়ে তোমায় নিয়ে
ভাসবো দূরে, ভেসে যাবো অজানা ঢেউয়ে।
মৃদুমন্দ বাতাস হয়ে জড়াবো তোমায় শক্তকরে 
রাখবো লুকিয়ে বুকের ভেতরে শত জনম ধরে।

কাশফুল গুলো আমার ভুলে
সাদা সাদা কবিতা হয়ে উড়বে আকাশে
প্রিয়তমা তোমার গন্ধ মেখে।