এই সব বসন্তের ভীড়ে তোমার এলো চুলে
দক্ষিণা বাতাস বহে মায়ার ছলে।
কৃষ্ণচূড়ার লাল মিশে চুড়ির রুমঝুম সাজ
হাজার মানুষের শব্দ ছেপে বাজে গহীন কোণে।
বসন্তের বসন্ত এসে রাঙিয়ে দেয় ঐ দুটো গোলাপ ডাল
সুরে দুলে কয়েকটা মন হরণ করে।
কে তুমি দিন দুপুরে চাঁদটা কপোলে বেধে
হাটছো বেশ চোখে চোখে!
ঝরাপাতার মতো পা ফেলছো আলতো করে
ভালোবাসার পুষ্পিত অঙ্গনে।
তোমার নরম পদ চিহ্নে বেসামাল আমি
মারিয়ে আসা কয়েকটা দূর্বা লতার মতো।
ঠোঁটের কোণে গোলাপ জবার আদর মাখা
ইচ্ছে করে ছুয়ে দিতে প্রজাপতির ডানায় উড়ে।
তোমায় ঘিরে ভালোবাসার আলাপন পুড়ছে মন
উড়ছে ফুল আমার ভুলে নীল সাদা আকাশে।
শাড়ির আঁচল হয়ে মেঘ ভাসছে মেঘের সাথে
এই বসন্তে ভিজছি খুব তোমার প্রেম রোগের অসুখে৷