আলু পটল তেল নুন কাঠ কয়লা পান চুন সব কিছুরই দাম বাড়ছে হুরহুর করে বাড়ছে না শুধু জৈষ্ঠ্যের কাঠফাটা রোদে চিবুক চুয়ে নুয়ে পড়া ঘামের।
অল্প ঝড়ে এই শহর হারিয়ে যায় ধুলোময়লার আস্তরণে, বৃষ্টি এলে তোমার দোতলার বেলকনির শহর তলিয়ে যায় সাত হাত পানির তলে, থমকে থাকে ট্যাফিক জ্যামে শুধু চলতে থাকি আমি, আমার সার্টিফিকেট গুলো অফিস থেকে অফিসে।
আরো চলে বয়স, অবহেল, অবজ্ঞা... এই সবের ভিড়ে নিজেকে আটকে রেখে নিজের কোণে লুকিয়ে দেখি বেনারসি শাড়ি পড়ে চলে যায় প্রিয়া অন্য ক্ষণে।
সব কিছুর দাম বাড়ে... বাড়ছে না শুধু ক্ষয়ে যাওয়া নক্ষত্রের... পড়ছে সে পড়ছে অনন্ত সময় ধরে।