তুমি আমার কাছ থেকে চলে গেলে
আমার শুভ্র সুন্দর আকাশে হঠাৎ করেই যেন
কালো মেঘ জমতে শুরু করে
অনেকদিন পর একটা বৃষ্টি আসবে
সে বৃষ্টি অভিমানের, কষ্টের, দারুন বেদনার |
তুমি চলে যাওয়ার সাথে সাথে
আমার শ্বাস প্রশ্বাস থমকে যায়
হেমন্তের মিষ্টি রোদ আর সহ্য হয় না
সময়টা যেন থমকে গিয়েছে এমনটা মনে হয়
আমার রাত যেন আর ফুরোয় না
প্রতি মুহূর্তকে অনন্তকাল বলে মনে হয়
তুমি চলে যাওয়ার সাথে সাথে
আমার ভাবনাগুলোতে তুমি বিরাজ করো
পড়তে বসলে তোমার ছবি ভাসে
তোমার হাসি আমার কানে গানের সুরের মতো বেজে ওঠে |
আবার তুমি কাছে আসলে
আমার আকাশে জমা কালো মেঘটা
বিলীন হতে শুরু করে
আমি আবার আমার প্রান ফিরে পাই
আবার দ্বিধাহীনভাবে শ্বাস নিতে পারি
হেমন্তের প্রথম রোদটার প্রেমে পড়ে যাই
আমি হয়ে উঠি কবি
যার ছন্দ শুধুই তুমি, শুধুই তুমি |