এই পথে বেশকিছুদিন আর শহর হাঁকিয়ে ট্রেন চলবে না
পৃথিবীর আনাচে কানাচে নেমেছে অদৃশ্য মরণপ্রহরী
শুনেছি তার মৃত্যু নেই নাকি
তৈরি হয়নি তার কোনো পথ্য।
আমাদের এই নগরীতেও পড়েছে তার ছায়া
জনসমাগম বলতে কিচ্ছু নেই।
সব কারফিউ জারী অমান্য করে
চলো হেঁটে আসি এই পথে যতক্ষণ মন চলে
পথের সমান্তরালে কে কাকে কতোক্ষণ আগলে রাখি
সূর্য্য ডুবলে ফিরবো তবে বাড়ি।