ভালোবাসাবাসি নাই বা থাকুক
রাতে শরীরে শরীর নাই ছুলে
খুব বেশিদিন পরে দুটো একটা চুমু মেলে
বুকে আঘাত করে, হৃদয়ের কলকব্জা ভেঙে
সখা তুমি নেয়ে এলে কার সমুদ্রে।
অবহেলার শিখায় উড়ে উড়ে
জেগে গেছি কতো রাত একা
শার্টের বোতামে কার ঘন কালো চুল বাঁধা?
কার বড় বড় নখের আছড় তোমার পিঠে?
সখা তুমি বুঝি খুব সুখে ছিলে!
অসুস্থতার জেরে খাবারে লবণ হলো একটু বেশি
মুখে অরুচি, স্বাদ বলতেই ছিলো না
পেট পুরে খেয়ে এসে চেখে দেখলে তরকারী
পিঠ রক্তে রাঙালো বেল্টের সপাত সপাত আঘাতে
সখা তুমি হাত তুলতেও শিখে গিয়েছিলে!
একদিন ঠিক গেলাম চলে ওপাড়ে
ওই অনন্ত নীল আকাশে,
শবদেহ পরে রইলো ফুলেভরা শিউলিতলে
ফুল তুলে একটিবার যদি চন্দন মুখে ছিটাতে!
সখা তুমি আবার নতুন স্বর্গ সাজিয়েছিলে।