যেভাবে হয় সম্পর্ক ছাই, যোগাযোগের ছাড়াছাড়ি
যেভাবে হয় যাওয়া আসার খেলা, বন্ধ দরজা জানালা
সেভাবেই ভাঙে মন, মুখ না দেখার এক দৃঢ় প্রতিজ্ঞা
বছরের কোনো শুভ দিনেও হয়না কখনো
জানানো হয়না কারো কাউকে একটু শুভেচ্ছা
আমরা যুদ্ধ ভালোবাসি, ধ্বংস রন্ধ‍্রে রন্ধ্রে
জানান দেই কে কাকে কতোটা করতে পারি উপেক্ষা
সেই হিসেব কষতে ভালো পারি কার কাছে আছে কতো অবহেলা
যুদ্ধ চাই না শান্তি! ভেবে যখন শেষ মুহূর্তে হই নতজানু আর কাত,
ঠিক তখনই ডাক দেয় বয়স, এভাবেই চলছে মনুষ্য জাত!

মাহমুদুল হাসান মিল্টন
২৫.০২.২০২২
নারিন্দা, ঢাকা-১১০০