তবে সেই কথাই রইলো
আসছে পূর্ণিমার পরেই যে অমাবস্যা
সে রাতে আমরা আকাশে তাঁরা খুঁজবো
একটা দুটো যে কয়টা গুনতে পারি
গুণে গুণে মনের মধ্যে আলো জ্বালবো।
আসছে ফাল্গুনে হলুদ পাঞ্জাবীর একটা পকেটে
লাল গোলাপ?
না না সাদা শিউলি ভরে ঘ্রাণ নিতে নিতে মাতাল হবো
হাসনাহেনা যেনো কখন ফোঁটে?
তারও কিন্তু ভীষণ পাগলাটে ঘ্রাণ!
ওই যে সাদা শাড়ীর মতো ভেসে বেড়ায় যে মেঘ
তার কথা মনে হতেই আবার উড়তে সাধ জাগে
আকাশ হঠাৎ কালচে হয়ে আসলে না জানি কখন বিদ্রোহ ঘাড়ে চেপে বসে।
তবে হ্যাঁ কথা কিন্তু রইলোই
নদী হলে পলি জমাবো, ভাঙবো না একটুকুও পাড়
কখনো আর করবো না কোনো কৃষককে বাস্তুহারা, সর্বশান্ত উজাড়।
-
মাহমুদুল হাসান মিল্টন
০৬ আগষ্ট ২০২০