দুয়ারে দাঁড়িয়ে ভিখারিনী মোর
     কি চাহিছো হায়
তৈলহীন প্রদ্বীপ শূন‍্য যে পড়ে,
  প্রাণ ফিরাইবো কি উপায়?
      আলো নাহি আছে,
তিমির রজনী বড় অসহায় লাগে
     দরিদ্ররে ভিক্ষা দিতে
  মনে কতনা বাসনা জাগে।
    উনুনে দিন তিনেক
  নাহি চড়ে মোর হাড়ি
ভুখা আছি মা সেদিন থেকে
    কর্ম গেছে যে চলি।
বাতায়নে ফুটিছে হাসনাহেনা,
    মন ভরিয়া ওঠে
উদরে ক্লেশ না মিটুক,
মনের ক্ষিদে তো মেটে।