হোক সে মহামারী, রোগে আচ্ছন্ন পৃথিবী
কিছু তো থেমে নেই, থাকেও না যা আছে দুনিয়াদারী
জন্ম নিচ্ছে কতো নতুন, কবরে শশানে বিদায়ও নিচ্ছে কতো শত
কিছুই থাকে না একা এই জমিনের 'পরে
ঘুরে ফিরে আসে আবার কোনো এক দিনে
পূর্ণ করে দিতে পুরনো বছরের সব জীর্ণতা
ক‍্যালেন্ডারের সংখ‍্যা যায় বেড়ে
কারো থাকে দুঃখের নতুন করে ফিরে আসা
কারো বা কোনো সুখের নতুন সময় স্মৃতি হতে
আজকের এই দিনে চৌঠা ফেব্রুয়ারিতে
পৃথিবী তবুও রেঙে উঠুক তোমার কারণে নতুন রংধনুতে
শুভ হোক জন্মদিন, হাসি ফুটুক মুখে ও অন্তরে।

মাহমুদুল হাসান মিল্টন
০৪.০২.২০২২