লোমশ বুকে কোনো নারীর দীর্ঘশ্বাস পড়লো না
ঠোঁটের জবজবে লাল লিপস্টিকে মাখামাখি হলো না আর বুক
ঘন কালো কেশ এসে জড়ালো না আর ওই বুকে
চোখের এককোণ দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়েনি কাজলে লেপ্টানো জল
কেমন উত্তাল সাগর পড়ে আছে যুগের পর যুগ
নোঙর ফেললো না আর কোনো নারী আর কোনো ফুল
বুকে শুধু বেড়ে উঠলো তৃষ্ণার্ত গাছ আর পতঙ্গ
খড়কুটোয় এ কেমন আহাজারির মাতম, নিষিদ্ধ উল্লাসে ভরা চিৎকার