মেঘলা প্রভাতে দেখি গৃহচূড়া মোর,
স্নিগ্ধ শীতল পবন অবিরত দোল।
গগনে ছাপে নি আজ নীল রাঙা কর,
আলো ছায়ায় মিশ্রিত অপরূপ ভোল।
দখিনের দরজাটা দিয়েছে যে খুলে,
শীতল কোমল হাওয়া দেহ মন ভরে।
প্রণয়ের গীত বাজে প্রেয়সীর চুলে,
দূরে বসে একা প্রেমি থাকবে কি করে?
পাখিদের উড়ে চলা খাবারের খোঁজে-
ছানাদের রেখে নীড়ে, ফিরে যেতে হবে।
মেঘ ডাকে কান ফাটে বিকট আওয়াজে,
মাতৃ বুকে নব শিশু ঘুমাবে কীভাবে?
ছোটাছুটি বাড়ি ফেরা ভেঙ্গে হাঁটুজল,
ভেজা মাথা দরজায় মায়ের আঁচল।